যে প্রেমে শ্যাম গৌর হয়েছে

যে প্রেমে শ্যাম গৌর হয়েছে।
সামান্যে তার মর্ম জানা
কার সাধ্য আছে।।

না জেনে সেই প্রেমের তত্ত্ব
আন্দাজী প্রেম করছে কতো
মরণ ফাঁসি নিচ্ছে সে তো
পস্তাবে শেষে।।

মারে মৎস্য না ছোঁয় পানি
হাওয়া ধরে বায় তরণী
তমনি যেন প্রেমকরণী
রসিকের কাছে।।

গোপীর অনুগত যারা
ভাব জেনে প্রেম করছে তারা
লালন ফকির পাগলপারা
ইন্দ্র লালসে।।

(গৌরলীলা)

গোপী: কৃষ্ণ ভক্ত।
ইন্দ্র: স্বর্গের দেবতা, ইন্দ্রিয় ক্ষমতা।