যে সাধন জোরে কেটে যায় কর্মফাঁসি।
যদি জানবি সে সাধনের কথা
হও গুরুর দাসী।।
স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আর
নপুংসকে শাসিত কর
আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের পর
কর প্রকাশি।।
মারে মৎস্য না ছোঁয় পানি
রসিকের তেমন করণী
সে আকর্ষণে আনে টানি
ক্ষিরোদ শশী।।
কারণ সমুদ্রের পারে
গেলে পায় অধর চাঁদেরে
অধীন লালন বলে নইলে ঘুরে
মরবি চুরাশী।।
(সাধকদেশ)
কর্মফাঁসি: জাগতিক কর্মবন্ধন।
চুরাশি: চরাশি লক্ষ যোনীতে বারবার জন্মমৃত্যু।