যে ভাবে গোপী ভাবনা

যে ভাবে গোপী ভাবনা
সামান্য জ্ঞানের কাজ নয়
সে ভাব জানা।।

বৈরাগের ভাব বেদের বিধি
গোপীভাব অকৈতব নিধি
ডুবলো তাহে নিরবধি
রসিকজনা।।

যোগীন্দ্র মনীন্দ্র যারে
পায় না যোগ ধেয়ান করে
সেহি কৃষ্ণ গোপীর দ্বারে
হয়েছে কেনা।।

যে জন গোপী অনুগত
জেনেছে সেই নিগূঢ়তত্ত্ব
লালন বলে যাতে কৃষ্ণ
সদাই মগনা।।

(কৃষ্ণলীলা)

অকৈতব: যা বলা যায় না।
নিধি: অমূল্য রত্ন।
ধেয়ান: ধ্যান বা যোগ।
মগনা: মগ্ন থাকা।