জেনে নামাজ পড়ো হে মোমিনগণ

জেনে নামাজ পড়ো হে মোমিনগণ।
জেনে পড়লে নামাজ
আখেরে তার হয় মরণ।।

এক মোমিন মক্কায় যেতে, লোক ছিলো না সাথে
সে ভাবে মনে মনে আল্লা কী করি এখন
নামাজ কাজা হলে হবে আখেরে মরণ।।

তাঁর সঙ্গে ছিল চৌষট্টি জন, তাই গুণ করে তখন
তার গড় লায়েক ছাব্বিশ জন, সঙ্গে নিল লায়েক তিরিশ জন
অজু বানাইয়া নামাজ আদায় করে তখন।।

নামাজে যখন, সেজদা দিলো সাতাশ জন
আর বৈমুখ হয়ে তখন, বসে রইলো তিনজন
লালন বলে ঐ তিনজনাই ঘুরায় ত্রিভূবন।।

(প্রবর্তদেশ)