যদি শরায় কার্য সিদ্ধি হয়

যদি শরায় কার্য সিদ্ধি হয়।
তবে মারফতে কেন মরতে যায়।।

শরিয়ত তার সরপোষ মানি
মারফত মূলবস্তু জানি
উঠাঁইলে সরপোষখানি
বস্তু লয় কি সরপোষ ধরে রয়।।

শরিয়ত আর মারফত যুমন
দুগ্ধেতে মিশানো মাখন মাখন
তুললে দুগ্ধ তখন
ঘোল বলে তা তো জানো সবাই।।

আউয়ল আক্কেল দরিয়া
দেখ না মন তাতে ডুবিয়া
মুর্শিদ ভজন যে লাগিয়া
লালন ডুবে ডোবে না তাই।।

(প্রবর্তদেশ)

সরপোষ ঢাকনা।
শরিয়ত: বিধান।
মারফত: জানা, পরিচয়, জ্ঞান।
আউয়াল: আদি, প্রথম, গুরুর এক নাম।
আক্কেল: বুদ্ধি।