কাফে কালু বালা কুলহু আল্লা

কাফে কালু বালা কুলহু আল্লা
লা শরিক সে পাক জাতে।
আজব সৃষ্টি করলেন বারি
নিজ কুদরতে।।

খোদা একা থাকতেন নিরঞ্জনে
চিন্তা করলেন মনে মনে
এসকে জোরে, পাঁচবিন্দু ঘাম প’ল ঝরে
শরীর হইতে।।

খোদার অঙ্গ হতে ঝরিল অম্বু
পাঁচ চিজ হইল বিম্বু,
আরশ কুরসি লহু কলব হইল
পাঁচ চিজেতে।।

পাঁচ ধারে ছিলো পাক পাঞ্জাতন
মধ্যে ছিলো খোদার আসন
শূন্যাকারে একেশ্বরে ছিলো
খোদার অঙ্গেতে।।

ধরে সিরাজ সাঁইয়ের চরণ
কয় দীনের অধীন লালন
ফেলো না গোলমালে
রোজ হাসরে রেখো সাথে।।

(সিদ্ধিদেশ)

আরশ: আল্লাহর পবিত্রতার বিকাশ মানুষ ও জ্বীনের মন ছাড়া সমগ্র সৃষ্টিতে প্রাকৃতিক নিয়মে চলছে এই সকল সৃষ্টিই হলো আল্লাহর কুরসি। এদের মধ্যে আল্লাহর পবিত্রতা তাঁর রচিত বিধান অনুযায়ী আপনাআপনি প্রকাশিত হচ্ছে। আল্লাহর আদেশ নির্দেশ যে মনের মধ্যে পরিপূর্ণভাবে কার্যকরী হয় সেই মনকে আরশ বা আর্শ বলে।
লহু: মানবীয় মস্তিষ্কের স্মৃতিফলকে অর্থাৎ স্মৃতির স্নায়ুতন্ত্রীকে লহু তথা লোহা বলে।
রোজ হাসরে: পরজন্মে একত্রিত হওয়ার কাল, পুনজন্মের সাহচার্য।