কাল কাটালি কালের বশে

কাল কাটালি কালের বশে।
এ তো যৌবনকাল কামে চিত্তকাল
কোনকালে তোর হবে দিশে।।

যৌবনকালের কালে রঙে দিলি
মন দিনে দিনে হারালি পিতৃধন
গেল রবির জোর, আঁখি হল ঘোর
কোনদিন ঘিরবে কাল শমন এসে।।

যাদের সঙ্গে রঙ্গে রলি চিরকাল
কালাকালে তারাই হল কাল
মনরে জান না, তাদের গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে।।

বাদী বিবাদী সদাই
সাধন সিদ্ধি করিতে না দেয়
নাটের গুরু হয়, লালস মহাশয়
লালন ম’লো লোভ লালসে।।

(স্থূলদেশ)