কালো ভালো নই-বা কিসে বল সবে

কালো ভালো নই-বা কিসে বলে সবে।।
বিচার করে দেখতে গেলে
কালোই ভালো বলবে শেষে।।

কৃষ্ণ ছিলো গৌর বরণ
বুকে দেখে কালীর চরণ
সোনা বরণ লক্ষ্মী ঠাকুরিনী
বিষ্ণুর চরণ টিপতেছে ৷।

কালো পাঠার মাংস ভালো
দুধ ভালো গাই হল কালো
আবার দেখো কালো কোকিল
মধুর তানে কহু কুহু ডাকতেছে ৷।

কালো চুলে শোভে নারী
সাদা হলে হয় সে বুড়ি
লালন বলে রসের বুড়ো
দেখো সাদা চুলে কলপ ঘসে।।

(কৃষ্ণলীলা)

বিষ্ণু: পালনকর্তা, প্রতিপালক।