কামিনীর গহিন সুখ সাগরে

কামিনীর গহিন সুখ সাগরে।
দেখরে দেখ নিশান উড়ে।।

সে নিশানটা দেখতে বাঁকা
মাঝখানে তার কিছু আঁকাবাকা
সাধন করলে দক্ষিণ পাশে
মিলবে তারে।

আলিফেতে জগৎ সংসার
জায়গা নাই তার লুকাইবার
গোপনেতে গেলো সে
মিমের ঘরে।।

অমাবস্যায় মিম থাকে ঘুমাইয়া
আলিফ তারে নেয় জাগাইয়া
লালন কয় মিমের ঘরেতে যে যায়
ঐ ঘরেতে মানুষ মারে।।

(সিদ্ধিদেশ)

আলিদ: আল্লাহ, আমি, সত্তা।
মিম: মোহাম্মদ, মূলসত্তা।