কানাই একবার ব্রজের দশা দেখে যা রে

কানাই একবার ব্রজের দশা দেখে যারে।
তোর মা যশোদে কী হালে আছেরে।।

শোকে তোর পিতা নন্দ
কেঁদে কেঁদে হলো অন্ধ
গোপীগণ সবাই ধন্দ
হয়েছেরে।।

বালক যুবা বৃদ্ধাদি
নিরানন্দ নিরবধি
দেখে চরণনিধি
তোরেরে।।

শুনে তোর বাঁশির গান
পশুপাখী উচাটন
লালন বলে ছিদাম হেন
বিনয় করেরে।।

(কৃষ্ণলীলা)

ছিদাম: শ্রীকৃষ্ণের অনুজ।।