কারে আজ শুধাব সে কথা

কারে আজ শুধাব সে কথা।
কী সাধনে পাইগো তারে
সে যে আমার জীবনদাতা।।

শুনতে পাই পাপী ধার্মিক সবে
ইল্লিন সিজ্জিনে যাবে
সিজ্জিনে সব কয়েদী রবে
তবে অটল প্রাপ্তির কোন্ ক্ষমতা।

ইল্লিন সিজ্জিন দুঃখসুখের ঠাঁই
কোনখানে রেখেছেন গো সাঁই
হেথায় কেন সুখদুঃখ পাই
কোথাকার ভোগ ভুগি কোথা।।

যদি যখনকার পাপ তখন ভুগি
শিশু কেন হয় সে রোগী
লালন বলে বোঝ দেখি
কখন হয় শিশুর গুনাখাতা।।

(সাধকদেশ)

ইল্লিন: গুরুর চরণশ্রয়ী সাধকদের জন্য জ্ঞানজগত অর্থাৎ স্বর্গ।
সিজ্জিনে: পাপীদের জন্য নির্ধারিত বন্দিশালা অর্থাৎ নরক।
অটলপ্রাপ্তির কোন ক্ষমতা: উচ্চতর স্তরের মহাপুরুষগণ জন্মমৃত্যু আবর্তের অঠিক নন। তাঁদের মৃত্যু স্পর্শ করে বটে কিন্তু বানায় না।