কারে দিব দোষ নাহি পরের দোষ

কারে দিব দোষ নাহি পরের দোষ।
আপন মনের দোষে আমি প’লামরে ফেরে।
আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত
লয়ে যেতো আমায় বিরজা পারে।।

মনের গুণে কেউ হলো মহজান
ব্যাপার করে পেলো অমূল্য রতন
আমারে মজালি ওরে অবোধ মন
পারের সম্বল কিছু রাখলাম নারে।

অন্তিমকালের কালে কিনা জানি হয়
একদিনও ভাবলি না অবোধ মনরায়
মনে ভেবেছো এ দিন এমনি বুঝি যায়
জানা যাবে যেদিন শমনে ধরে।।

কামে চিত্ত হত মনরে আমার
সুধা ত্যজে গরল খাই বেশুমার
দরবেশ সিরাজ সাঁই কয় লালন তোমার
ভগ্নদশা ঘটলো আখেরে।।

(সাধকদেশ)