কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে

কারণ নদীর জলে একটা যুগল মীন খেলছে নীরে।
ঢেউয়ের উপর ফুল ফুটেছে তার উপরে
চাঁদ ঝলক মারে।।

চাঁদ চকোর খেলে যখন
একটা যুগল মীন মিলন হয় তখন
তার উপরে সাঁইয়ের দরশন
সুধা ভাসে মৃণাল তীরে।।

শুকনা জমিন জলে ভাসে
আজব ধন্যলীলা গঙ্গা আসে
সে নিরন্তর মীনরূপে ভাসে
কূম্ভ ভাসে তীর্থ তীরে।।

সুধা গরল এক সহিত ঝাপা
যেমন গুড়ের সঙ্গে মিঠামাখা
আমি কি ফিকিরে করবো চাখা
লালন বলে আমার শিক্ষার তরে।।

(সাধকদেশ)