কে বানালো গো আজব শহর-নহর

কে বানালো গো আজব শহর-নহর।
একঘরেতে জল আর আগুন
রেখেছেন গো নিরন্তর।।

একটা রথের দুইটা সারথি
ঐক্য করে খোলায় লণ্ঠনের বাতি
এ কী আজব কারিগরী, সাঁইয়ের কুদরতী
জানো না মন সেই কারখানার খবর।।

আট কুঠরীর নয় দরজাখানা
উল্টো তালা কেউ খোলে না
চোরে করে অন্বেষণ, কেড়ে নিলো বস্তুধন
এখন হবে কী উপায় আমার।।

যে পথে জীবের হয়রে মরণ
জানিলে তাঁর করণ-কারণ
আছান হতে তার দেয়রে মরণ
ফকির লালন কয় এবার।।

(সাধকদেশ)

আট কুঠরী: গুহ্যদেশে মূলধারচক্র, লিঙ্গমূলে সাধিষ্ঠানচক্র, নাভিমূলে মণিপুরচক্র, বক্ষদেশ অনাহত চক্র, কণ্ঠদেশে বিশুদ্ধচক্র, ভ্রূ মধ্যে আজ্ঞাচক্র, তদুৰ্বে জ্ঞানচক্র ও মস্তিকের শীর্ষে শতদলচত্র।
নয় দরজা: চোখে দুটি, নাকে দুটি, কানে দুটি, মুখে একটি, গুহ্যে একটি, লিঙ্গে একটি করে দরজা।