কে বোঝে মাওলার আলেকবাজি

কে বোঝে মাওলার আলকবাজী।
করছেরে কোরানের মানে
যা আসে যাঁর মনের বুঝি।।

একই কোরান পড়াশোনা
কেউ মৌলভী কেউ মাওলানা
দাহেরা হয় কতজনা
সে মানে না শরার কাজী।।

রোজ কেয়ামত বলে সবাই
কেউ বলে না তারিখ নির্ণয়
হিসাব হবে কি হচ্ছে সদাই
কোন কথায় মন রাখি রাজী।।

ম’লে জান ইল্লিন সিজ্জিনে রয়
যতদিন রোজ হিসাব না হয়
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায় খুঁজি।।

আর এক বিধান শুনিতে পাই
এক গোর মানুষের মউত নাই
সে কোন আ মরি ভজনরে ভাই
বাঞ্ছে লালন করে পুঁছি।।

(প্রবর্তদেশ)

মাওলার আলকবাজী: সম্যক গুরুর সার্বিক লা-এর অসীম ক্ষমতা তথা মহাশুন্যতা।
ইলিন সিজ্জিনে: মৃত্যুর পর পাপীদের দেহ সিজ্জিনে বা কারাগারে বন্দি অবস্থায় থাকে আর সাধুগণ মুক্তাবস্থায় বিরাজ করেন ইল্লিনে।
পুঁছি: প্রশ্ন করা, জিজ্ঞাসা করা।