কে বোঝে সাঁইর লীলা খেলা

কে বোঝে সাঁইর লীলা খেলা।
সে আপনি গুরু আপনি চেলা।

সপ্ততলার উপরে সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্য রূপ লীলাবাসে
চেনা যায় না বেদের ঘোলা।।

অঙ্গের আভায় সবে সৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকার নাস্তি
বরি না জেনে সে ভেদ নিরালা।।

যদি কারো হয় চক্ষুদান
সেই দেখে সেরূপ বর্তমান
লালন বলে তার ধ্যানজ্ঞান
হারে দেখি এ সব পুঁথির পালা।।

(সাধকদেশ)

আপনি গুরু আপনি চেনা: আমিই সে, সেই আমি, স্বামী।
সপ্ততলার উপরে সে: মনের বা মস্তিষ্কের সপ্তম স্তরের উপর তথা সাত জান্নাতের লা মোকাম স্তর।
আকার নাস্তি: আল্লাহকে মানব আকারের মধ্যে না দেখে, অলীকরূপে বিশ্বাস করা, আকাশের শিখেক তুলে রাখা।