কে গো জানবে তাঁরে সামান্যেরে

কে গো জানবে তাঁরে সামান্যেরে।
আজব মীনরূপে সাঁই
খেলছে নীরে।।

জগতজোড়া মীন অবতার
কারণ্য বারির মাঝার
মনে বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল
অনায়াসে সে মীন ধরতে পারে।।

আজব লীলা মানুষগঙ্গায়
আলোর উপর জলময়
যেদিন শুকাবে জল, হবে সব বিফল
সে মীন পালাবে শূন্যভরে।।

মানুষগঙ্গায় গভীর অথৈ
থৈ দিলে তায় রসিক ভাই
সিরাজ সাঁইর বচন, কহিছে লালন
চুবনি খেলাম নেমে কিনারে।।

(সাধকদেশ)

মীন; মাছ।