কে পারে মকরউল্লার মকর বুঝিতে।
আহাদে সে আহামদ নাম হয় জগতে।।
আহামদ নামে খোদায়
মিম হরফ নফি সে কয়
মিম উঠায়ে দেখ সবাই
কী হয় তাতে।।
আকারে হয়ে জুদা
খোদে সে বলে খোদা
দিব্যজ্ঞান নইলে কে তা
পায় জানিতে।।
এখলাস সুরায় তাঁর
ইশারায় আছে বিচার
লালন বলে দেখ না এবার
দিন থাকিতে।।
(সাধকদেশ)