কে তোমারে এ বেশভূষণ পরাইল বলো শুনি।
জিন্দাদেহে মুরদার বেশ
খিলকা তাজ আর ডোর কোপনী।।
জ্যান্তে মরার পোশাক পরা
আপন সুরত আপনি সারা
ভবরোগ ধ্বংস করা
দেখো অসম্ভব করণী।।
মরণের আগে যে মরে
শমনে ছোঁবে না তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনী।।
সেজেছ সাজ ভালোই তর
মরে যদি ডুবতে পারো
লালন বলে যদি ফেরো
দুকুল হবে অপমানী।।
(সাধকদেশ)