কেবল বুলি ধরেছ মারফতী।
তোমার বুদ্ধি নাইকো অর্ধরতি।।
মুখে মারফত প্রকাশ করো
শুধালে হা করে পড়
খবর কিছু বলতে পার
কেবল কও সিনায় বসতি।।
চোরে যেমন চুরি করে
ধরে ফেললে দোষে পড়ে
মারফতী সেই প্রকারে
চোরামালের মহরতী।।
অনুমানে বুঝলাম এখন
সেইজন্য তা করো গোপন
লালন বলে এসব যেমন
মেয়েলোকের উপপতি।।
(প্রবর্তদেশ)