কেন ডুবলিনে মন গুরুর চরণে।
এসে কালশমন বাঁধবে কোনদিনে।।
আমার পুত্র আমার দ্বারা
সঙ্গের সাথী কেউ নয় তারা
যেতে শ্মশানে;
আসতে একা যেতে একা
তা কি দেখিসনে।।
দ্রিাবশে নিশি গেলো
মিছে কাজে দিন ফুরালো
চেয়ে দেখলিনে;
এবার গেলে আর হবে না
পড়বি কুক্ষণে।।
এখনও তো আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায়
যদি লয় মনে;
সিরাজ সাঁই কয় অবোধ লালন
ভ্রমে ভুলিসনে।।
(প্রবর্তদেশ)