খাকে গঠিল পিঞ্জরে

খাকে গঠিল পিঞ্জরে
এ সুখপাখি আমার কিসে গঠেছেরে।
পাখি পুষলাম চিরকাল, নীল কিবা লাল
একদিন দেখলাম না সে রূপ সামনে ধরে।।

আবে খাকে পিঞ্জরার বর্ত, আতশে হইল পোক্ত
পবন আড়া সেহি ঘরে।
আছে সুখপাখি সেথায়, প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে গুরু গোঁসাই মেরে।।

কেমনরে পিঞ্জিরার ধ্বজা, নিচে উপর নয় দরজা
কুঠরী কোঠা থরে থরে।
পঞ্চ কুঠুরী তার, আছে মূলাধর
মূলাধারের মূল সেই শূন্য ভরে।।

করে আজব কারিগিরী, বসে আছে ভাণ মিস্ত্রী
সেই পিঞ্জিরার বাহিরে।
পাখির আসা যাওয়ার দ্বার, আছে সন্ধির পর
ফকির লালন বলে কেউ কেউ জানতে পারে।।

(সাধকদেশ)