খাকি আদমের ভেদ পশু কি বোঝে

খাকি আদমের ভেদ
সে ভেদ পশু কী বোঝে।
আদমের কলবে খোদা
খোদে বিরাজে।।

আদম শরীর আমার
ভাষায় বলেছে অধর
সাঁই নিজে;
নইলে কি আদমকে সেজদা
ফেরেস্তার সাজে।।

শুনি আজাজিল খাসতন
খাকে আদমতন গঠন
গঠেছে;
সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে।।

আব আতস খাক বাতঘর
গঠেছেন জান মালেক মোক্তার
কোন চিজে;
লালন বলে এ ভেদ জানলে
সব জানে সে যে।।

(সাধকদেশ)

খাকি আদম: মাটির দেহধারী আল্লাহসত্তা, সম্যক গুরু, একজন সর্বজনীন ও সর্বকালীন মোহাম্মদ সাঃ।
আব: পানি।
আতস: আগুন।
খাক: মাটি
বাতঘর: বাতাসের ঘর, স্বাস প্রশ্বাসের স্থান।