খেলছে মানুষ নীরে ক্ষীরে

খেলছে মানুষ নীরে ক্ষীরে।
আপন আপন ঘর খোঁজো মন আমার
হাতড়ে বেড়াও কোলের ঘোরে।।

নীরসিন্দু গভীর অতিকায়
ডুবলে কতো আজব দেখা যায়
ও সে নীরভাণ্ড, পুরা ব্রহ্মাণ্ড
কাণ্ড বলতে মোর নয়ন ঝরে।।

শূন্যদেশে হয় মেঘের উদয়
নিরোধ বিন্দুবারি বরিষণ হয়
ফলছে কতো ফুল, রঙ বেরঙের হাল
আজব কুদরতি ফল ভাবের ঘরে।।

ইন্দ্রডংকা নাই সে রাজ্যে
সহজ মানুষ ফেরে সহজে
সিরাজ সাঁইর বচন, মিথ্যা নয় লালন
ডুব দিয়ে দেখো স্বরূপ দ্বারে।।

(সাধকদেশ)

আপন ঘর: আপনি দেহ।
কোলের ঘোর: দেহের বাইরে, আশেপাশে, বিষয়রাশি।
নীরসিন্ধু: নাভির দু আঙুল নিচে লিঙ্গমূলে স্থিত স্বাধিষ্ঠান চক্র, এখানে মন নিবদ্ধ করে জগতসৃষ্টির মূল উপাদান জল বা বীর্যকে ঊর্ধ্বমুখি করে সুপ্তশক্তি জাগরণের ধ্যান করার সূক্ষ্মবিষয়টি বোঝানো হয়েছে।
শূন্যদেশ: দুই ভ্রুর মধ্যস্থিতি দ্বিদলচক্র।
ইন্দ্রডংকা: ইন্দ্রিয়ের স্থূল সাড়া, বিষয়মোহের আকর্ষণ।
সহজ মানুষ: সূক্ষ্মজ্ঞানী পরমসত্তা, আপন।