ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর

ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
যাবি কোথায়।
আপন ঘর না খুঁজে বাইরে খুঁজে
পড়বি ধোঁকায়।।

আমি সত্য না হলে
গুরু সত্য হয় কোনকালে
আমি যেরূপ দেখ না সেরূপ
দীন দয়াময়।।

আত্মারূপে সেই অধর
সঙ্গী অংশ করা তাঁর
ভেদ না জেনে বনে বনে
ফিরলে কি হয়।।

আপনার আপনি না চিনে
ঘুরবি কত ভুবনে
লালন বলে অন্তিমকালে
নাইরে উপায়।।

(প্রবর্তদেশ)