খোদা রয় আদমে মিশে

খোদা রয় আদমে মিশে।
কার জন্য মন হলি হত
সেই খোদা আদমে আছে।।

নাম দিয়া সাঁই কোথা লুকালে
মুর্শিদ ধরে সাধন করলে নিকটে মেলে
আত্মরূপে কর্তা হল
করো তাঁর দিশে।।

আল্লাহ নবী আদম এই তিনে
নাই কোন ভেদ আছে এক আত্মা মিশে
দেখবি যদি সেই নবীকে
এশকে আছে সে।।

যার হয়েছে মুর্শিদের জ্ঞান উজালা
সেই দেখিবে নূর তাজউল্লা
লালন বলে জ্ঞানী যারা
দেখবে অনায়াসে।।

(প্রবর্তদেশ)

এশকে: প্রেমে।
তাজউল্লা: আল্লার তথা গুরুর উজ্জ্বল্য।