খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে

খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে।
নবির তরিক ন্যায় উম্মত জাহেরায় পুসিদাতে।।

ধর্ম পর্দায় বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায়
দেখ পঞ্চবেনাতে।
তলবে দুনিয়া তলবে আজলায়
দুই তলব তাতে।।

বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দার দেল খোদার আরশ হয়
দেখ কালামউল্লাতে।
আরশ ছাড়া খোদা তিলার্ধ নয়
রয় তালেবুল মাওলাতে।।

আকার বান্দা সাকাররূপ খোদা
আকারসাকার মিলে হয় দেখা
নিরাকারেতে।
অনন্তরূপ আকার, একরূপ সাকার
রয় সর্ব ঘটেতে।।

বান্দার রূপ খোদ খোদা হয়
আল্লা আদম বান্দাতে রয়
পাক পাঞ্জাতন যাতে।
ভেদ জেনে বান্দার, লালন দেয় সেজদা
খোদার রূপেতে।।

(নবিতত্ত্ব)