কী ছার মানে মজে কৃষ্ণধনকে চিন না।
থাক থাক ওগো প্যারী
দুদিন বাদে যাবে জানা।।
কৃষ্ণরে কাঁদালে যতো
তুমিও কাঁদিবে ততো
ধারণ শোধন চিরদিন তো
প্রচলিত আছে কিনা।।
এখন বলো কোথায় হরি
এনে দেও গো সহচরী
তখন যে সাধলাম প্যারী
তা কি মনে লাগে না।।
বাড়াবাড়ি হইলে ক্রমে
কুঘটিতে আটক নাই কর্মে
লালন কয় পাষাণ ঘামে
শুনে বিন্দের বন্দনা।।
(কৃষ্ণলীলা)
পারী: প্রেয়সী।