কী কালাম পাঠালেন আমার সাঁই দয়াময়।
এক এক দেশের এক এক ভাষা
কয় খোদা পাঠায়।।
এক যুগে পাঠায় কালাম
অন্য যুগে হয় কেন হারাম
তেমনি দেখি ভিন্ন তামাম
ভিন্ন দেখা যায়।.
যদি একই খোদার হয় রচনা
তাতে তো ভিন্ন থাকে না
মানুষের সকল রচনা
তাইতে ভিন্ন হয়।।
এক এক দেশের এক এক বাণী
পাঠান কি সাঁই গুণমনি
মানুষের রচিত জানি
লালন ফকির কয়।।
(স্থূলদেশ)
কালাম: মহাগুরুর আদেশ নির্দেশ কথ্য বা আধ্যাত্নিক বাণী।