কী কঠিন সে ভারতী না জানি

কী কঠিন সে ভারতী না জানি।
কোন প্রাণে আজ পরালো কৌপনী।।

পরের ছেলে দেখে এ হাল
শোকানালে আমরা বেহাল
না জানি আজ শোকে কি হাল
জ্বলছে উহার মা জননী।।

যে দিয়েছে এ কৌপনী তোর
তাঁরে বিধি দেখাইত মোর
ঘুচাইতাম মনের ফাঁপর
লালন বলে কিছু বাণী।।

(নিমাইলীলা)