কী সাধনে পাইগো তাঁরে

কী সাধনে পাইগো তাঁরে
মন আমার অহর্নিশি চায় যারে।।
হোম, যজ্ঞ, স্তর, দান, ব্রত
হইতে সাঁই নহে রত
সাধুশাস্ত্রে কয় সতত
মনে কোনটা জানি সত্য করে।।

পঞ্চ প্রকার মুক্তির বিধি
অষ্টদশ প্রকারে সিদ্ধি
এতে বশ নয় হেতুভক্তি
এতে বশ নয় আলক সাঁইজী মেরে।।

ঠিক পড়ে না প্রবর্তের ঘর
সাধন সিদ্ধি হয় কি প্রকার
সিরাজ সাঁই কয় লালন তোমার
নজর হয় না কোলের ঘোরে।।

(সাধকদেশ)

পঞ্চ প্রকার মুক্তিবিধি: সাষ্টি, সারূস্য, সামীপ্য, সালোক্য, সাযুজ্য।
অষ্ট প্রকার সিদ্ধি: অনিম্য, লঘিমা, মহিমা, ব্যাপ্তি, প্রাকাম্য, বশিতা, ঈশিতা, কামবসায়িতা।
প্রবর্ত: গুরুর কাছে আত্মিক শিক্ষাদীক্ষার সূচনাপর্ব।