কী সন্ধানে যাই সেখানে

কী সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
অধর ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে।।

যেতে পথে কামনদীতে
পাড়ি দিতে ত্রিবিনে
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
পড়ে নদীর তোড় তুফানে।।

রসিক যাঁরা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বেয়ে
তাঁরাই স্বরূপসাধন জানে।।

শতদল কমলের ‘পরে
মূল রয়েছে গোপনে
মনের মানুষ স্থলে রেখে
দেখতে পাইনে দুই নয়নে।।

লালন বলে ম’লাম জ্বলে
জলেস্থলে নিশিদিনে
মণিহারা ফনির মতোন
হারা হলাম পিতৃধনে।।

(সাধকদেশ)

মণিহারা ফণির মতোন: মূল্যহীন, নিঃস্ব, প্রাণহীন দেহের মতো।