কি ভাব নিমাই তোর অন্তরে

কী ভাব নিমাই তোর অন্তরে।
মা বলিয়ে চোখের দেখা
তাতে কি তোর ধর্ম যায়রে।।

কল্পতরু হওরে যদি
তবু মা বাপ গুরুনিধি
এ গুরু ছাড়িয়া বিধি
কে তোরে দিয়েছে হারে।।

আগে যদি জানতে ইহা
তবে কেন করলে বিহা
এখন সেই বিষ্ণুপ্রিয়া
কেমনে রাখিব ঘরে।।

নদীয়া ভাবের কথা
অধীন লালন কী জানে তা
হা-হুতাশে শচীমাতা।
বলে নিমাই দেখা দেরে।।

(নিমাইলীলা)