কীর্তিকর্মার খেলা কে বুঝতে পারে।
যে নিরাঞ্জন সে-ই নূরনবি
নামটি ধরে।।
চারেতে নাম আহামদ হয়
মিম হরফ তার নফি লেখা যায়
এই কথাটি জানবো কোথায়
নিশ্চিত করে।।
গঠিতে সাঁই সয়াল সংসার
একদেহে দুইদেহ হয় তাঁর
আহাদ আহামদের বিচার
দেখ বিচারে।।
এ কথা যাহারে শুধাই
ফাজেল সদা ঝগড়া বাঁধায়
লালন বলে স্কুল ভুলে যাই
বৈদিকের তোড়ে।।
(সাধকদেশ)