কিসে আর বোঝাই মন তোরে

কিসে আর বোঝাই মন তোরে।
দেল-মক্কার ভেদ না জানিলে
তার হজ কিসে হয়রে।।

দেল-মক্কা খোদ কুদরতি কাম
খোদ খোদা দেয় তাতে বারাম
সেই জন্য হয় দেল মক্কা নাম
সর্ব সংসারে।।

এক দেল যাঁর জেয়ারত হয়
হাজার হাজী তাঁর তুল্য নয়
কেতাবেতে সাফ লেখা রয়
তাইতে বলিরে।।

মানুষেই হয় মক্কার সৃজন
মানুষে তাই করে ভজন।
সিরাজ সাঁই কয় আদি মক্কা কেমন
লালন চিনবি কবেরে।।

(প্রবর্তদেশ)