কোন দেশে যাবি মনা চল দেখি যাই

কোন দেশে যাবি মনা, চল দেখি যাই
কোথা পীর হও তুমিরে।
তীর্থে যাবি কী ফল পাবি
সেখানে কি পাপী নাইরে।।

কেউ নারী ছেড়ে জঙ্গলেতে যায়
স্বপ্নদোষ কি হয় নারে সেথায়
মনের বাঘে যাহারে খায়
কে ঠেকায় ভারে।।

সঙ্গে আছে রিপু ষোলজন
তারা সদাই করে জ্বালাতন
যথা যাবি তথা পাগল
করবে তোরে।।

ভিমরে বারো বশে তের
তাওতো সদাই শুনে ফেরো
সিরাজ সাঁই কয় লালন তোর
বুদ্ধি নাইরে।।

(প্রবর্তদেশ)