কোন খানদানে নবিজী মুরিদ হয়

কোন খানদানে নবিজী মুরিদ হয়
বল দ্বীন দয়াময়।
আছে কাদরিয়া চিশতীয়া নকশাবন্দীয়া
মোজাদ্দেদিয়া মুর্শিদ কয়।।

নূরী জরী জব্বুরী সত্তরি
চার পেয়ালা নবি পায়।
আবু বকর, ওমর, ওসসান, আলী
কোন পেয়ালা কারে দেয়।।

এক চন্দ্র লক্ষ লক্ষ তারা
আসমান ছেয়ে রয়।
অমাবস্যা লাগলে চন্দ্র
কোন জায়গায় লুকায়ে রয়।।

সিরাজ সাঁই কয় অবোধ লালন
নূর পেয়ালা কারে কয়।
চেতন মানুষ ধরে নফী এজবাত
লেহাজ করে জানতে হয়।।

(নবিতত্ত্ব)

চিশতীয়া, কাদেরিয়া, নকশাবন্দীয়, মোজাদ্দেদিয়া: ভারত উপমহাদেশে মোহাম্মাদী ইসলামের ধারায় গুরুবাদী তরিকাসমূহ।
নূরী: নূরময়, আলোকময়।
জহরী: অমূল্য রত্ন, জগতমাতা ফাতেমার বাতেনী নূর।
জব্বুরী: জবরদস্ত গুণ।
সত্তরি: ত্রুটি গোপনকারী গূণ।
নফিএজবাত: দেহমনে সার্বিক লা অর্থাৎ না-এর প্রতিষ্ঠা করা।
লেহাজ: বিনয়, ভঙ্গিসহ ধ্যান।