কোন্ কোন্ হরফে ফকিরী

কোন্‌ কোন্‌ হরফে ফকিরী।
কিসে আসল হয় সে হরফ
জানতে হয় তার ফিকিরী।।

কয়টি হরফ লাগে বরজোখ
কী কী নাম বলি তারি
না জেনে তার, নিরিখ নেহার
পড়েশুনে কী করি।।

এক হরফে নিজ নাম আছে
শুনি তাই বরাবরি
কোন্ হরফ সে, করো না দিশে
দিন হলো আখেরী।।

ত্রিশ হরফের চার হরফে
কালুল্লা গণ্য করি
লালন বলে আর, কয় হরফ তাঁর
কালেক্‌টারি করে জারি।।

(প্রবর্তদেশ)

ফকিরী: বিষয়মোহের বন্ধনমুক্তি আল্লাহর মহাশক্তি। ‘ফে’ কাফ ইয়া রে-এ চার অক্ষরের সমন্বয়ে গঠিত ‘ফকির’ শব্দের অর্থ হলো: কাফশক্তি অর্থাৎ মহাশক্তি বা নির্বানশক্তি অর্জনে যিনি রত।
কালুল্লা: আল্লাহর কথা, গুরুর বাক্য।