কোন রসে কোন মানুষ আছে
মহারসের ধনী।
চন্দ্রে সুধা পদ্মে মধু
যোগায় রাত্রিদিনই।।
সাধক সিদ্ধি প্রবর্ত গুণ
তিনরাগ ধরে আছে তিনজন
এই তিন ছাড়া রাগ নিরূপণ
জানলে হয় ভাবিনী।।
মৃণাল গতি রসের খেলা
নব ঘাট নব ঘাটেলা
দশম যোগে বারির গোলা
যোগেশ্বর অযোনী।।
সিরাজ সাঁইর আদেশে লালন
বলছে বাণী শোনরে মলম
ঘুরতে হবে নাগরদোলন
জেনে তাঁর মূল বাণী।।
(সাধকদেশ)
নাগরদোলান: দোলনা, দেহজগত, জনচক্র।
মৃণাল: পদ্মফুল।