কোন রসে কোন রতির খেলা

কোন রসে কোন রতির খেলা।
জানতে হয় এই বেলা।।

সাড়ে তিনরতি বটে, লেখা যায় শাস্ত্র পাটে
সাধকের মূল তিনরস ঘটে, তিনশো ষাট রসের বালা
জানিলে সেই রসের ভিয়ান,
রসিক তাঁরে যায় বলা।।

তিন রস সাড়ে তিনরতি, বিভাগ করে স্থিতি
গুরুঠাঁই জেনে পতি সাধন করে নিরালা।
তখন মানুষ জনম সফল হবে
এড়াবে শমন জ্বালা।।

রসরতির নাই বিচক্ষণ, আন্দাজী কি হয়রে সাধন
কিসে হয় প্রাপ্তি সে ধন; মেটে না মনের ঘোলা।
উজান কি ভেটেনে পড়ি,
ত্রিবেণীর ত্রিনালা।।

শুদ্ধরসের রসিক হলে, রসরতি উজান চলে
ভিয়ানে সিদ্ধি ফলে; অমৃত মিছরি উলা।
লালন বলে কেবল আমার
শুধুই জল তোলাফেলা।।

(সাধকদেশ)

রতি: ভাব, রত থাকা, লেগে থাকা।
কোন রসে কোন রতির খেলা