কোন সাধনে পাই গো তাঁরে

কোন সাধনে পাইগো তাঁরে।
আমার মন অহর্নিশি
চায় যাঁহারে।।

হোম, যজ্ঞ, শুব, দান, ব্রত
তাহাতে সঁই হয় না রত
সাধুশাস্ত্রে কয় সদা তো
মনে কোনটা জানি সত্য করে।।

পঞ্চ প্রকার মুক্তিবিধি
অষ্টাদশ প্রকারে সিদ্ধি
এই সকল হেতু ভক্তি
তাতে বশ নাই আলক সাঁইজী মেরে।।

ঠিক পড়ে না প্রবর্তের ঘর
সাধন সিদ্ধি কীসে হয় তার
সিরাজ সাঁই কয় লালন তোমার
নজর হয় না কোলের ঘোরে।।

(সাধকদেশ)

পঞ্চ প্রকার মুক্তিবিধি: হোম, যজ্ঞ, স্তব, দান, ব্রত।
অষ্ট প্রকার সিদ্ধি: অষ্ট ইন্দ্রিয় রিপুর উপর বিজয় লাভ করা আট রকমের পথ-পদ্ধতি। যথা- অনিমা, লঘিমা, মহিমা, ব্যপ্তি, প্রাকাম্য, বশি, ঈশিতা, কামব সায়িতা।