কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে

কোন সুখে সাঁই করেন খেলা এই ভবে।
আপনি বাজান আপনি বাজেন
আপনি মজেন সেই রবে।।

নাম শুনি লা শরিকালা
সবার শরিক সেই একেলা
আপনি তরঙ্গ আপনি ভেলা
আপনি খাবি খায় ডুবে।।

ত্রিজগতে যে রাই রাঙ্গা
তাঁর দেখি ঘরখানি ভাঙ্গা
হায় কি মজা আজব রঙ্গা
দেখায় ধনী কোনভাবে।।

আপনি চোর হয় আপনি বাড়ি
আপনি পরে আপন বেড়ী
লালন বলে এই নাচারি
কইনে থাকি চুপচাপে।।

(সাধকদেশ)