করে কামসাগরে এই কামনা

করে কামসাগরে এই কামনা।
দান করিয়ে মধু কুলের কুলবধূ
পেয়েছে বধু কেলে সোনা।।

করে কঠোর ব্রত ক্ষীরোদার কূলে
কুল ভাসিয়ে দিয়েছে অকূলে
সেই কুলের কাঁটা, করিলে যে কুলটা
গোপী কুলের যতো ব্রজনা।।

গেলো গেলো কুল করিলে ভুল
অকুল পাথারে ভাসায়ে দু’কুল
কেঁদে হয় আকুল, পেলো না সে কুল
কুলে এসে কুল ধ্বংস করো না
করিয়ে ঘটা বাঁধাইলে যে ল্যাটা
এখন সবাই মারে তোরে ঝাঁটা
তাই লালন ভণে মরেছে বধু নিজগুণে
কুল ভেঙে অকুলে যেয়ে করলো মহাঘটনা।।

(কৃষ্ণলীলা)