করি কেমনে সহজ শুদ্ধ প্রেমসাধন।
প্রেম সাধিতে ফাপরে ওঠে
কামনদীর তুফান।।
প্রেম রত্নধন পাবার আশে
ত্রিবেণীর ঘাট বাধলাম কসে
কামনদীর এক ধাক্কা এসে
ছুটে যায় বান্ধন ছান্ধন।।
বলবো কিসে প্রেমের কথা
কাম হয়েছে প্রেমের লতা
কাম ছাড়া প্রেম যথাযথা
নয় সে আগমন।।
পরম গুরু প্রেম প্রকৃতি
কামগুরু হয় নিজ পতি
কাম ছাড়া প্রেম রয় কি গতি
ভেবে কয় লালন।
(সাধকদেশ)
ত্রিবেদী: ঈড়া, পিঙ্গলা ও সুষুম্নানাড়ির সংযোগস্থল দুই ভ্রূর উপর, কপালের সম্মুখভাগ।