করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে

করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে।
মিশবি যদি জাত সেফাতে
এ তনু আখেরের দিনে।।

সাধিলে নূরের পেয়ালা
খুলে যাবে রাগের তালা
অচিন মানুষের খেলা
দেখবি তবে দু নয়নে।।

জব্বরি সত্তরি ধরি
সাবধারে আর নূর জহরী
এ চারের করণ ভারি
আছেরে অতিগোপনে।।

ফানা ফিশশেখ ফানাফির রাসূল
ফানা ফিল্লা ফানা বাকা স্থুল
এ চার মোকামে লালন
মুর্শিদ ভজো নির্জনে।।

(প্রবর্তদেশ)

সেফাত: গুণ।
জব্বরি: দুঢ়তার শক্তি।
সত্তরি: দোষ আড়ালকারী ক্ষমতা।
জহরি: আদি মাতা ফাতেমার গুণ।
ফিশ শেখ: শেখের মধ্যে তথা গুরুর মধ্যে বিলীন হওয়া।
ফানা ফির রসুল: রসুল তথা সম্যক গুরুর মধ্যে মানবীয় আমিত্ব সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা।
ফানা ফিল্লা: আল্লাহর মধ্যে মিশে যাওয়া।
ফানা, বাকা, স্থূল: ফানা মানে বিলীন হওয়া, বাকা মানে স্থায়িত্ব অর্জন করা ও স্থূল অর্থ অস্থায়ী জীবন।
মোকাম: ঘর।