কোথা গেলি ও ভাই কানাই।
সকল বন খুঁজিয়ে তোরে
নাগাল পাইনে ভাই।.
বনে আজ হারিয়ে তোরে
গৃহে যাব কেমন করে
কি বলব যশোদারে
ভাবনা হল তাই।।
মনের ভাব বুঝতে নারি
কি ভাবের ভাব তোমারি
খেলতে খেলতে দেশান্তরী
ভাবে তা দেখতে পাই।।
আজ বুঝি গো চারণ খেলা
খেলবি নারে নন্দলালা
লালন বলে চরণবালা
পাই না বুঝি ঠাঁই।।
(গোষ্ঠলীলা)