কোথায় আনিলে আমায় পথ ভুলালে

কোথায় আনিলে আমায় পথ ভুলালে।
দুরন্ত তরঙ্গে তরীখানি ডুবালে।।

তরী নাহি দেখি আর
চারিদিকে শূন্যকার
প্রাণ বুঝি যায় এবার
ঘূর্ণিপাকের জলে।।

কোথায় রইলে মাতাপিতা
কে করে স্নেহমমতা
আমার মুর্শিদ রইল কোথা
দয়া করো বন্ধু সকলে।।

অধীন লালন কয় কাতরে
পড়ে ম’লাম তীর ধারে
কে দিবে আমায় সন্ধান করে
সুপথগামী রাস্তা খুলে।।

(সাধকদেশ)

তরী: মানবদেহ।