কোথায় হে দয়াল কাণ্ডারী

কোথায় হে দয়াল কাণ্ডারী
এ ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী।।

তুমি হে করুণাসিন্ধু
অধমর্জনার বন্ধু
দাও হে আমায় পদারবিন্দু
যাতে তুফান তরিতে পারি।।

পাপী যদি না ত্বরাবে
পতিতপাবন নাম কে লবে
জীবের দ্বারা ইহাই হবে
নামের ভ্রম যাবে তোমারি।।

ডুবাও ভাসাও হাতটি তোমার
এ ভবে আর কেউ নাই আমার
লালন বলে দোহাই তোমার
ঐ চরণে ঠাঁই দাও ত্বরি।।

(স্থূলদেশ)

পতিতপাবন: নিম্ন স্তরের অন দশা থেকে অধর্ম ভক্তকে টেনে তুলে যিনি জানের জয় উর্ধ্বলোকে নিয়ে যান, পতিতকে যিনি উদ্ধার করেন, উদ্ধারকর্তা গুরু।