কতোদিন আর রইবি রঙ্গে

কতোদিন আর রইবি রঙ্গে।
বাড়িতেছে বেলা ধরো এই বেলা
যদি বাচতে চাও তরঙ্গে।।

নিকটে বিকটে বেশেতে শমন
দাঁড়াইয়া আছে হরিতে জীবন
মানিবে না কারে, কেশে ধরে তোরে
লয়ে যাবে সে জন আপন সঙ্গে।।

দারা সূত আদি যত প্রিয়জনে
বক্ষমাঝে যাদের রাখ সর্বক্ষণে
আমার আমার, বল বারে বার
তখন হেরিবে না কেহ অপাঙ্গে।।

অতএব শোন থাকিতে জীবন
করো অন্বেষণ পতিতপাবন
সিরাজ সাঁই কয় লালন, অধম তারণ
বাচো এখন পাপ আতঙ্কে।।

(প্রবর্তদেশ)

দারা: স্ত্রী।
সূত: পুত্রকন্যা।
অপাঙ্গে: সাথে।