কয় দমেতে বাজে ঘড়ি কররে ঠিকানা

কয় দমে বাজে ঘড়ি কররে ঠিকানা।
কয় দমে হয় দিন রজনী
ঘুরনাফিরনা।।

দেহের খবর যে জন করে
আলকবাজী দেখতে পারে
আলক দম হাওয়ায় চলে
কী আজব কারখানা।।

ছয় মহলে ঘড়ি ঘোরে
শব্দ হয় নিঃশব্দের ঘরে
কলকাঠি হয় মনের দ্বারে
দমে আসল বেনা।।

দমের সঙ্গে করো মিলন
অজান খবর জানবিরে মন
বিনয় করে বলছে লালন
ঠিকের ঘর ভুলো না।।

(প্রবর্তদেশ)